জন্মভূমি ডেস্ক : ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে বিএনপির ৩ অঙ্গ সংগঠন। এ সময় সংগঠনগুলোর ছয় নেতা সেখানে উপস্থিত ছিলেন।
স্মারকলিপি জমা দেওয়ার পর নেতারা সাংবাদিকদের জানান, ‘আমরা চাই প্রতিবেশী দেশ হিসেবে, ভারত আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখুক। আমরা কোনো আগ্রাসী মনোভাবের প্রতিবেশী চাই না।’ নেতারা আরও জানান, স্মারকলিপিতে ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ঘটে যাওয়া ভাঙচুর, পতাকা অবমাননা এবং সম্পদ নষ্ট করার মতো ঘটনাগুলোর বিচার দাবি করা হয়েছে। তারা উল্লেখ করেন, এই ধরনের অপ্রীতিকর ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে এবং এর বিচার করা হোক।
স্মারকলিপিতে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর ‘একপেশে উস্কানিমূলক বক্তব্য’ এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকে ক্ষতিগ্রস্ত করার মতো সংবাদ পরিবেশন না করার বিষয়েও সতর্ক করা হয়েছে। নেতারা বলেন, ‘আমরা প্রতিবেশী দেশ হিসেবে ভারতের গুরুত্ব অস্বীকার করতে পারি না, তবে তাদের আচরণ যেন বন্ধুত্বপূর্ণ থাকে, আমরা এই অনুরোধ জানাচ্ছি।’
এর আগে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতারা একটি পদযাত্রা বের করলে রামপুরা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। এই সময়ে গুলশান জোনের ডিসি তারেক আহমেদ, হ্যান্ডমাইক ব্যবহার করে বলেন, ‘আমরা যেকোনো শান্তিপূর্ণ কর্মসূচিকে স্বাগত জানাই।’
তিনি আরও বলেন, তিনটি সংগঠনের ছয়জন প্রতিনিধিকে ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি প্রদান করতে নিয়ে যাওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ কর্মকর্তা তারেক আহমেদ বলেন, ‘শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে। বিশৃঙ্খলা না হলে আমরা কোনো কিছু বলব না। শান্তিপূর্ণ কর্মসূচিকে স্বাগত জানাই।’
এছাড়া, ভারতীয় হাইকমিশনের সিকিউরিটি বিভাগের প্রধান কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে এবং পরবর্তীতে পুলিশ ছয়জনকে গাড়িতে করে ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিতে পাঠায়।
ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিলো তিন সংগঠন
Leave a comment