
জন্মভূমি ডেস্ক : কোভিড মহামারির কয়েক বছরের মধ্যে এবার নতুন উদ্বেগ হয়ে দেখা দিয়েছে হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি। করোনাভাইরাসের মতোই এই ফ্লু ভাইরাস চীন থেকে শুরু করে হংকং, মালয়েশিয়ায় ছড়িয়েছে। পাশের দেশ ভারতেও চারজন রোগী শনাক্ত হওয়ায় বাংলাদেশেও আতঙ্ক তৈরি হয়েছে। খবর সকাল সন্ধ্যা।
অনেকেই এর সঙ্গে যোগসূত্র খুঁজছেন করোনাভাইরাসের, যে মহামারি গোটা বিশ্বের মানুষকে করেছিল ঘরবন্দি, প্রায় কোটি মানুষকে ঠেলে দেয় মৃত্যুর পথে। এখন এইচএমপিভির সংক্রমণে অনেকের মনে শঙ্কা জাগছে, আবারও কি আসছে আরেকটি মহামারি? আবারও কি দেখতে হবে মৃত্যুর মিছিল?
চিকিৎসকরা বলছেন, এইচএমপিভি করোনাভাইরাসের মতোই শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়। এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির ঠান্ডা, সর্দিকাশি, জ্বর, শ্বাসকষ্ট, র্যাশ ওঠার মতো লক্ষণ দেখা যায়। মানবদেহে এইচএমপিভি সংক্রমণ প্রথম শনাক্ত হয় ২০০১ সালে। তবে এর অস্তিত্ব বিশ্বে আগেও ছিল। এর সংক্রমণ মৃদু, প্রাণঘাতী নয়। তবে বৃদ্ধ, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং শিশুদের জন্য এটা জটিল হতে পারে।
ভারতে রোগী পাওয়া গেলেও বাংলাদেশে এ ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং বর্তমান উপদেষ্টা ডা. মুশতাক হোসেন সকাল সন্ধ্যাকে বলেন, “আতঙ্কিত হলে চলবে না; বরং এ নিয়ে সতর্ক থাকতে হবে। “আগেও এই ভাইরাস ছিল, এটা নতুন না, সব দেশেই আছে, বাংলাদেশেও রয়েছে। তাই উদ্বেগের কিছু নেই। অহেতুক আতঙ্কিত হওয়ার কিছু নেই।
ভারতে যে চারজন এইচএমপিভি আক্রান্ত শনাক্ত হয়েছে, তার একজন কলকাতার। এছাড়া কর্ণাটকের বেঙ্গালুরুতে তিন মাস বয়সী এক শিশু চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে, আট মাস বয়সী অন্য শিশুটিও সেরে ওঠার পথে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কর্ণাটকের দুই রোগীর কারও বিদেশ ভ্রমণের ইতিহাস নেই এবং সেদেশে ইনফ্লুয়েঞ্জা জাতীয় অসুস্থতা বা মারাত্মক তীব্র শ্বাসযন্ত্রের অসুস্থতার কোনও অস্বাভাবিক বৃদ্ধির ঘটনাও দেখা যায়নি।
তবে চীনে এইচএমপিভির সংক্রমণ বাড়ছে, বিশেষ করে ১৪ বছরের কম বয়সী শিশুদের মধ্যে। যার কারণে চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ ভাইরাসের বিস্তার ঠেকাতে জরুরি পদক্ষেপ নিয়েছে; যদিও বেইজিং সরকার এই সংক্রমণকে কোভিড-১৯ এর মতো আরেকটি মহামারির মতো বলে আশঙ্কা করছে না। (সংক্ষেপিত)
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত