ক্রীড়া প্রতিবেদক : আগামী মাসেই মাঠে গড়াবে বহুল প্রত্যাশিত এশিয়া কাপ ক্রিকেট। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এবারের আসর অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। আসন্ন এ টুর্নামেন্টে ভারতের স্কোয়াড কেমন হবে তা নিয়ে কয়েকদিন ধরেই তুমুল আলোচনা আর জল্পনা-কল্পনা। দলে টেস্ট অধিনায়ক শুবমান গিল থাকবেন কি না তা নিয়ে ছিল ধোঁয়াশা। এছাড়া আরও কয়েকজন তারকা ক্রিকেটার জায়গা পাবেন কি না তা নিয়েও ছিল নানা গুঞ্জন। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ স্কোয়াড দিয়েছে বিসিসিআই। ঘোষিত ১৫ সদস্যের দলে আছে একাধিক চমক।
এশিয়া কাপের জন্য ভারতের দলে টেস্ট অধিনায়ক গিল থাকবেন না এমনটাই ভাবা হয়েছিল। এশিয়া কাপের পরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে ভারত। সেই সিরিজ এবং টি-টোয়েন্টি দলে ব্যাটিং পজিশনের কথা ভেবেই গিলকে বিশ্রামে রাখা হতে পারে, এমনটাই জানা গিয়েছিল ভারতীয় সংবাদমাধ্যমেই প্রতিবেদনে। তবে শেষ পর্যন্ত তা হয়নি। গিল থাকছেন আসন্ন টুর্নামেন্টে। দলের সহ-অধিনায়ক থাকবেন তিনি।
এদিকে গিলকে দলে নিলে তিলক বর্মা জায়গা পাবেন কি না তা নিয়েও ছিল আলোচনা। তবে গিলের সঙ্গে তিলককেও রাখা হয়েছে স্কোয়াডে। সেই সঙ্গে তারকা পেসার জাসপ্রীত বুমরাও থাকছেন আসন্ন টুর্নামেন্টে।
ভারতের এশিয়া কাপের দলে ওপেনার হিসেবে আছেন সাঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। এছাড়া শিভম দুবে, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া আছেন। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে আছেন জিতেশ শর্মা। পেসারদের মধ্যে বুমরা ছাড়া আছেন আর্শদীপ সিং, হর্ষিত রানা।
স্পিনার হিসেবে আছেন ভরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব। দলে থাকা শিবম পেস বোলিং অলরাউন্ডার। আর অক্ষর স্পিন অলরাউন্ডার। এছাড়া ফিনিশারদের মধ্যে রিঙ্কু সিংকেও রাখা হয়েছে দলে।
ভারতের এশিয়া কাপ স্কোয়াড:
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, ভরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হর্ষিত রানা এবং রিঙ্কু সিং।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত