জন্মভূমি ডেস্ক : ভারতের এমডিএইচ ও এভারেস্টের মশলা আমদানি, বিক্রি ও ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে নেপাল। দেশটির খাদ্যপ্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগ এই নিষেধাজ্ঞা দিয়েছে।
নেপালের এক কর্মকর্তা ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এই কর্মকর্তা বলেছেন, ভারতের এই দুই ব্র্যান্ডের মশলায় ইথিলিন অক্সাইডের মাত্রা যাচাইয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে নেপালি কর্তৃপক্ষ।
এমডিএইচ ও এভারেস্টের মশলায় উচ্চ মাত্রার ইথিলিন অক্সাইডের উপস্থিতি শনাক্তের খবর সামনে আসার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নিল নেপাল।
নেপালের খাদ্যপ্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগের মুখপাত্র মোহন কৃষ্ণ মহার্জন বলেন, তার দেশে এমডিএইচ ও এভারেস্ট ব্র্যান্ডের মশলা আমদানি নিষিদ্ধ করা হয়েছে। এই দুই ব্র্যান্ডের মশলায় ক্ষতিকর রাসায়নিক পাওয়ার খবরের পর তারা এমন পদক্ষেপ নিয়েছেন। তারা এক সপ্তাহ আগেই এই মশলা আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেন। তারা বাজারে এই মশলা বিক্রিও নিষিদ্ধ করেছেন।
মোহন কৃষ্ণ আরও বলেন, এই দুটি ব্র্যান্ডের মসলায় রাসায়নিকের উপস্থিতির বিষয়ে পরীক্ষা চলছে। পরীক্ষার চূড়ান্ত প্রতিবেদন না আসা পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে।
ইতোমধ্যে হংকং ও সিঙ্গাপুর এই মশলা নিষিদ্ধ করেছে। অন্যদিকে, এই ঘটনায় ভারতীয় সব ধরনের মশলা আমদানিতে কড়াকড়ি আরোপ করে যুক্তরাজ্য।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইথিলিন অক্সাইড মানবদেহের জন্য অস্বাস্থ্যকর। এটি দীর্ঘদিন শরীরে গেলে ক্যানসারের ঝুঁকি তৈরি হয়।
বিশ্বের বৃহত্তম মশলা রফতানিকারক, ভোক্তা এবং উৎপাদনকারী দেশ ভারত। এমডিএইচ এবং এভারেস্ট মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং অস্ট্রেলিয়াসহ অনেক অঞ্চলে তাদের পণ্য রফতানি করে।