শেখ মোহাম্মদ আলী, শরণখোলা : দুবলারচরের ছয় জেলে এখন ভারতের আলিপুর কারাগারে আটক রয়েছেন। সাগরে মাছ ধরতে গিয়ে ঘন কুয়াশায় পথ হারিয়ে তারা ভারতীয় সুন্দরবনে চলে যায়। গত ২৭ ডিসেম্বর দুপুরে ভারতীয় সুন্দরবন টাইগার রিজার্ভ সদস্যরা টলার সহ বাংলাদেশী ৬ জেলেকে আটক করে।
কোলকাতা থেকে বিশ্ব সমাচার পত্রিকার সাংবাদিক মুন্না সরদার মঙ্গলবার দুপুরে মোবাইল ফোনে জানান, পশ্চিমবঙ্গের সুন্দরবন টাইগার রিজার্ভ সদস্যরা ২৭ ডিসেম্বর দুপুরে ভারতীয় সুন্দরবনের ন্যাশনাল ইষ্টপার্ক রেঞ্জের বাগমারা খাল এলাকায় একটি ট্রলারসহ বাংলাদেশের ছয় জেলাকে আটক করে। আটক জেলেরা হচ্ছে , আলী শিকারী, বাবুল শেখ, ইলিয়াস শেখ, রাজু সরদার, রাসেল সেখ ও ইরশাদ শেখ। এদের বাড়ি বাগেরহাটের রামপালে। আটক জেলেদের বিরুদ্ধে সেখানের বন বিভাগ ফরেনার্স এ্যাক্ট ও সংরক্ষিত বনে বেআইনি অনুপ্রবেশের অপরাধে মামলা দিয়ে তাদেরকে ২৮ ডিসেম্বর আলিপুর কারাগারে পাঠিয়েছে। আটক আলী শিকারি ভারতীয় সাংবাদিকদের বলেন, ঘন কুয়াশায় পথ হারিয়ে তারা এখানে এসেছেন।
ভারতে আটক জেলেদের মহাজন বাগেরহাটের রামপালের আব্দুল হাই শেখ বলেন , তার জেলেরা ২৭ ডিসেম্বর ভোরে দুবলার আলোরকোল থেকে সাগরে মাছ ধরতে যায়। ঘন কুয়াশার কবলে পড়ে দিক হারিয়ে তারা ভারতীয় অংশে প্রবেশ করে। তিনি ভারতে আটক জেলেদের স্বদেশে ফিরিয়ে আনার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত