ভারতে গত ২৪ ঘন্টায় আরও ৩৮ হাজার ৯০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন করে সংক্রমণের জেরে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লক্ষ ৭৭ হাজার ৬১৮তে। গত একদিনে দেশটিতে মৃত্যু হয়েছে ৫৪৩ জনের। এর ফরে ভারতে এ রোগে মোট মৃত্যু হয়েছে ২৬ হাজার ৮১৬ জনের।
এরমধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ৩ লক্ষ ৭৩ হাজার ৩৭৯। সুস্থ হওয়া মানুষের সংখ্যা ৬ লক্ষ ৭৭ হাজার ৪২৩।
গবেষকরা মনে করছেন ভারতে যেভাবে করোনা ছড়াচ্ছে তাতে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে দেশটি করোনা আক্রান্তের শীর্ষে পৌঁছে যাবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত