জন্মভূমি ডেস্ক : ভারতের উড়িষ্যায় তিনটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষে প্রায় তিনশর মতো মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৩ জুন) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ‘ভারতের উড়িষ্যায় একটি মালবাহী ও একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের সংঘর্ষে শতশত মানুষ হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
গতকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা ২৮৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৮৫০ জন যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো অনেকের মরদেহ ট্রেনের মধ্যে আটকা পড়ে আছে। সেগুলো উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।