
বেনাপোল প্রতিনিধি : বাংলাদেশ থেকে সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় সজিবুর রহমান (১২) নামে এক শিশুকে উদ্ধার করেছে আনসার সদস্যরা।
গত বৃহস্পতিবার সকাল ১০টায় বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পরবর্তীতে শিশুটিকে বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যশোর জেলা কমান্ড্যান্ট সনজয় কুমার সাহা বলেন, ওই দিন সকালে পাচারকারীরা সজিবুর রহমান নামের ওই শিশুকে সুকৌশলে ভারতে নিয়ে যাওয়ার জন্য বেনাপোল সীমান্তে নিয়ে আসে।
দায়িত্বরত আনসার সদস্যরা পাচারকারীদের সন্দেহজনক গতিবিধি দেখে ধাওয়া করলে শিশুটিকে ফেলে পাচারকারীরা দৌঁড়ে পালায়। পরবর্তীতে শিশুটিকে উদ্ধার করে বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
শিশু সজিবুর নরসিংদী জেলার মাধবদী উপজেলার কুঁড়েরপাড় গ্রামের শাহিনের ছেলে। সে কুঁড়েরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।