জন্মভূমি ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশে একটি ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার বিকালের এ ঘটনায় তাৎক্ষণিভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আগ্রায় মালপুরা থানার ভাদোহি রেলস্টেশনের কাছে পাঠানকোট এক্সপ্রেসে হঠাৎ আগুন লাগে। চলন্ত দূরপাল্লার ট্রেনটিতে ধোঁয়া বের হতে দেখা যায়। ইঞ্জিনের কাছে দু’টি কামরায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পরপরই দ্রুত ট্রেনটি থামানো হয় এবং বগিগুলো ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন করা হয়।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পাঠানকোট এক্সপ্রেসটি পাঞ্জাবের ফিরোজপুর থেকে মধ্যপ্রদেশের সিওনি যাচ্ছিল।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত