যশোর প্রতিনিধি : ভারতে সীমান্ত সমন্বয় সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে বিজিবির একটি প্রতিনিধিদল বেনাপোল আইসিপি হয়ে শনিবার সকাল সাড়ে দশটার দিকে ভারত গমন করেছেন। রিজিয়ন কমান্ডার এবং আইজি বিএসএফ পর্যায়ে কলকাতায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
সূত্র জানিয়েছে,আজ ২২ জুন থেকে ২৫ জুন দক্ষিণ-পশ্চিম ও উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার এবং আইজি বিএসএফ (সাউথ বেঙ্গল, নর্থ বেঙ্গল ও গোহাটী ফ্রন্টিয়ার) এর মধ্যে কলকাতা,ভারতে সীমান্ত সমন্বয় সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে বিজিবির প্রতিনিধিদল বেনাপোল আইসিপি হয়ে ভারত গমন করেছেন।
বিজিবির পক্ষে নেতৃত্ব দিচ্ছেন যশোর দক্ষিণ- পশ্চিম রিজিয়ন কমান্ডার অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল,শামীম আহমেদ,এসজিপি, এসপিপি, পিবিজিএম, রংপুর রিজিয়ন কমান্ডার অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান, পিএসসি, রাজশাহীর সেক্টর কমান্ডার উপ মহাপরিচালক কর্নেল মোঃ ইমরান ইবনে রউফ,সেক্টর কাউন্টার উপ মহাপরিচালক কর্নেল এমারাত হোসেন, পিবিজিএম, ৪৯ যশোর বিজিবির পরিচালক লেফটেন কর্নেল আহমেদ হাসান জামিল বিজিবিএমএস, জি,বিজিবির সদর দপ্তরের পরিচালক (পরিকল্পনা) লেফটেন কর্নেল মাসুদ পারভেজ রানা,এএফডব্লিউসি, পিএসসি, জি,দক্ষিণ-পশ্চিম রিজিয়নের পরিচালক (অপারেশন)লেঃ কর্নেল মোহাম্মদ আনোয়ারুল মাহযাহার, পিবিজিএম, রংপুর রিজিয়ন পরিচালক (নোডাল অফিসার) লেঃ কর্নেল মোঃ ফারুক হোসেন খান,পিএসসি, ৫০ বিজিবি ঠাকুরগাঁও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজির আহম্মদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব হাসিবুল হাসান, ডেপুটি হাই কমিশনার,তুষিতা চাকমা, কনস্যুলর, (রাজনৈতিক),খুলনার ২১ বিজিবি’র সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টার আব্দুল্লাহ আল মুয়ীদ, বিজিবিএমএস।
উল্লেখ্য,বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার, তুষিতা চাকমা, কনস্যুলার (রাজনৈতিক) বর্তমানে ভারতে অবস্থান করছেন। প্রতিনিধি দলটি সম্মেলন শেষে আগামী ২৫ জুন সন্ধ্যায় বেনাপোল আইসিপি দিয়ে বাংলাদেশে ফিরবেন বলে জানা গেছে।