
জন্মভূমি ডেস্ক : খালিস্তান আন্দোলনের নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডের জেরে কানাডার কূটনীতিকদের সরিয়ে নেয়ার জন্য জাস্টিন ট্রুডো সরকারকে ১০ আগামী অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল ভারত।
সেই মতোই কানাডা সরকার ভারত থেকে কূটনীতিকদের সরিয়ে মালয়েশিয়র কুয়ালালামপুর এবং সিঙ্গাপুরে পাঠিয়েছে বলে কানাডার সংবাদমাধ্যম ‘সিটিভি নিউজ’-এর প্রতিবেদনে উঠে এসেছে।
সম্প্রতি ভারত থেকে ৪১ জন কূটনীতিককে সরিয়ে দেয়ার জন্য কানাডাকে অনুরোধ করেছিল নয়াদিল্লি। কানাডায় বর্তমানে ২০ জন ভারতীয় কূটনীতিক রয়েছেন। তাই ‘কূটনৈতিক ভারসাম্য’ রক্ষার জন্য কানাডার সেই সংখ্যক কূটনীতিকদেরই ভারতে থাকার বিষয়ে ট্রুডো সরকারের সঙ্গে কথা বলেছিল মোদী সরকার।
ভারত জানিয়ে দিয়েছিল, ১০ অক্টোবরের মধ্যে ভারত থেকে অতিরিক্ত কূটনীতিকদের সরিয়ে নিতে হবে কানাডাকে। সেই মতোই নাকি ভারতে থাকা বেশিরভাগ কূটনীতিকদের সরিয়ে নিল কানাডা। ‘সিটিভি নিউজ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘‘নয়াদিল্লির বাইরে ভারতে কর্মরত বেশিরভাগ কানাডার কূটনীতিককে কুয়ালালামপুর বা সিঙ্গাপুরে সরিয়ে নেয়া হয়েছে।’