জন্মভূমি ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকায় অভিযান পরিচালনা করে ৪২ হাজার পিস ‘টাপেন্টাডল’ মাদক জব্দসহ পাঁচযাত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় এসব ‘টাপেন্টাডল’ মাদক জব্দ করা হয়। আটকরা সবাই কলকাতা ফেরত যাত্রী।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) সহকারি পরিচালক মো. মেহেদী হাসান বলেন, ‘বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল টাপেন্টাডল মাদক জব্দ করা হয়। রাতভর গণনা শেষে এর পরিমাণ দাঁড়ায় ৪২ হাজার। ভারতের কলকাতা থেকে ফেরা পাঁচ যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।’
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত