
জন্মভূমি ডেস্ক : ভারী বৃষ্টির কারণে ভয়াবহ অবস্থার মুখে পড়েছে ভারতের উত্তরাঞ্চলীয় বেশ কয়েকটি রাজ্য। গত শনিবার এবং রোববারের বৃষ্টিতে তলিয়ে গেছে বিভিন্ন এলাকার রাস্তাঘাট, ভেঙেছে সেতু, ঘটছে ভূমিধসের ঘটনা। বিভিন্ন রাজ্যে বেশ কয়েক জনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। এদিকে দিল্লিতে গত ৪০ বছরের অতিবৃষ্টির রেকর্ড ছাড়িয়ে গেছে। খবর এনডিটিভি, ইন্ডিয়া টুডের।
ভারতের আবহাওয়া বিভাগ জানায়, দিল্লিতে রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে এর আগের ২৪ ঘণ্টায় ১৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা ১৯৮২ সালের পর থেকে এ পর্যন্ত জুলাই মাসে একদিনে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের রেকর্ড।
দেশটির বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টিপাত আরও কয়েকদিন চলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
এনডিটিভি জানায়, প্রবল বর্ষণে সোমবার পর্যন্ত উত্তর ভারতের বিভিন্ন স্থানে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। শহর ও জনপদে অনেক রাস্তাঘাট এবং ভবন পানিতে তলিয়ে গেছে। বিভিন্ন এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ ঘোষণা করা হয়েছে।
ভারী বর্ষণে রাস্তাঘাটে নদীর মতো পানির স্রোত বইছে, গাড়ি ভাসিয়ে নিয়ে যাচ্ছে, পাহাড়ি এলাকায় ভূমিধস এবং সেতু ভেঙে পড়েছে— এমন কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে।
এনডিটিভি অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, উত্তরাখন্ডে একটি যাত্রীবাহী বাস পানির মধ্যে দিয়ে যাওয়ার সময় একদিকে কাত হয়ে যায়, পরে যাত্রীরা যে যেভাবে পারেন লাফিয়ে নামার চেষ্টা করতে থাকেন।
আরেকটি ভিডিও— যেটি হিমাচলের পর্যটন এলাকার বলে উল্লেখ করেছে এনডিটিভি। তাতে দেখা যায়, নদীর স্রোতের মতো পানির তোড়ে ভেসে যাচ্ছে বেশ কিছু গাড়ি।