জন্মভূমি রিপোর্টার : ভাষা সৈনিক মুহাম্মদ আব্দুল হালিমের পঞ্চদশ মৃত্যুবার্ষিকী আজ সোমবার। তিনি ২০০৮ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। আব্দুল হালিম ১০২৯ সালের ৩১ আগস্ট তেরখাদা উপজেলার পানতিতা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এ উপলক্ষে ভাষা সৈনিক মুহাম্মদ আব্দুল হালিম স্মৃতি সংসদ, সাহিত্য পরিষদ ও ন্যাশনাল আওয়ামী পার্টি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে স্মরণ সভা, দোয়া মাহফিল ও সম্মাননা প্রদান।