
জন্মভূমি ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার ছেলে তো এখানেই আছে। পড়াশোনা করেছে, ব্যবসা-বাণিজ্য করছে, বিয়ে করেছে, তার মেয়ে আছে, তার সবই আছে, তার সম্পত্তি আছে, বাড়ি ঘরটর সবই আছে। যদি বাতিল করার করবে।’ শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, ‘এই যে আওয়ামী সরকারের আমলে কতগুলো বাই ইলেকশন হয়েছে, উপনির্বাচন হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, জনগণ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। আর আমরাও সরকারে এসেছি জনগণের ভোটে। কেউ আমাদের হাতে তুলে দেয়নি। সুতরাং, নির্বাচন সুষ্ঠু ও অবাধ হোক, এটা আমরাই চাই।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আর যদি শুধু আওয়ামী লীগকে টার্গেট করে থাকে, তাহলে আমার কিছু বলার নেই। তবে, আমি কিন্তু কারও শক্তিতে বিশ্বাস করে ক্ষমতায় আসিনি, আমি ক্ষমতায় এসেছি জনগণের শক্তিতে, জনগণের ভোটে এবং আমি কাজ করছি জনগণের কল্যাণে।’

