জন্মভূমি রিপোর্ট : নগরীতে আলসারকে ক্যানসার বলে ওঠা অভিযোগে এবার রিপোর্ট প্রস্তুতকারি ল্যাব এইডের বিরুদ্ধে উকিল নোটিশ করেছে চিকিৎসক ডাঃ জওহরলাল সিংহ। এর আগে এ চিকিৎসকের বিরুদ্ধে উকিল নোটিশ করে ভুক্তভোগী রোগী ও তার পরিবার।
পারিবারিক সূত্রে জানা যায়, ভুক্তভোগী নগরীর টুটপাড়ার আশিক ভারতের ভেলোরে খ্রিস্টান মেডিকেল কলেজের গ্যাস্ট্রো এন্ট্রোলজি অ্যান্ড হেপাটোলজি বিভাগে পরীক্ষা-নিরীক্ষা করান। রিপোর্টে দেখা যায়, তার পেটের মলদ্বারে আলসার হয়েছে। কোনো জটিল অপারেশন করতে হবে না। সামান্য কিছু ওষুধ খেলেই রোগ ভালো হয়ে যাবে। এর আগে খুলনার চিকিৎসকরা তাকে ক্যানসার হয়েছে বললে তিন ভীত হয়ে পড়েন। যা নিয়ে উকিল নোটিশ, বিএমএ তদন্ত ও আদালতে মামলা পর্যন্ত গড়িয়েছে।
ভুক্তভোগী রোগী আশিক জানায়, শুধুমাত্র একটি ভুল রিপোর্টের কারণে আমার জীবন বিপন্ন হতে যাচ্ছিল। আমি এ বছর কোথাও ভর্তি হতে পারি নি। যার ফলে আমার জীবন থেকে আরও একটি বছর চলে গেলো। আমি চাই প্রকৃত দোষীর যথাযথ বিচার হোক।
অনুসন্ধানে দেখা যায়, ল্যাব এইডের চিকিৎসক মুহাম্মাদ জালাল উদ্দিনের স্বাক্ষরিত ২৮ ও ২৯ মার্চের তারিখের দু’টো আলাদা-আলাদা রিপোর্ট রয়েছে। দুই রিপোর্টে চিকিৎসকের স্বাক্ষরেও নেই মিল। এছাড়া ২৮ মার্চের রিপোর্টে দেখা যায় ক্যান্সার এবং ২৯ মার্চের রিপোর্ট একেবারে ভিন্ন। সেখানে উল্লেখ রয়েছে আলসার। এ নিয়ে ল্যাবএইড কর্তৃপক্ষর দাবি খুলনা ল্যাবএইডে পরীক্ষার রিপোর্টের যে পিডিএফ ফাইল পাঠানো হয়েছে, তাতে স্পষ্টভাবে আলসার লেখা আছে কোন ক্যান্সার লেখা নেই। এদিকে বিশেষজ্ঞ চিকিৎসকদের অভিমত ভারতের বেলোরের হাসপাতালে আলসারের যে ডায়াগনষ্টিক দেয়া হয়েছে রোগীর, তার সাথে ল্যাবএইডের দেয়া আলসারেরও মিল কম রয়েছে।
খুমেক’র সহকারী অধ্যাপক এবং রেডিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মুকিতুল হুদা বলেন, দুইটা রিপোর্ট দেখে আমার প্রাথমকিভাবে মনে হয়েছে এটা প্রিন্টিং মিসটেক। যা ল্যাবএইডের কম্পিউটার অপারেটরের দ্বারা সংঘটিত হতে পারে। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট চিকিৎসককে আরও সতর্ক হওয়া উচিত ছিলো। তবে এডিটের ব্যাপারে তিনি বলেন, আমি আইটি সংশ্লিষ্ট কেউ না। এটার ব্যাপারে আইটি বিশেজ্ঞরা ভালো বলতে পারবেন।
এদিকে এঘটনায় ভুক্তভোগী আশিকের বাবা আইয়ুব আলী গ্যাস্ট্রো-লিভার অ্যান্ড কোলন রেক্টাম রিসার্চ সেন্টারের মালিক ডা. জওহরলালের বিরুদ্ধে যথাক্রমে উকিল নোটিশ, বিএমএ বরাবর অভিযোগ ও মামলা দায়ের করেছেন। অপরদিকে একই ঘটনায় ডাঃ জওহরলাল সিং ল্যাবএইডকে দায়ী করে উকিল নোটিশ করেছেন ও মামলার প্রস্তুতি নিচ্ছেন।
এ নিয়ে ল্যাবএইড খুলনা শাখার ইনচার্র্জ মো. জাকারিয়া বলেন, ‘আমাদের ঢাকা থেকে ই-মেইলে রিপোর্ট পাঠিয়েছিল। সেই পিডিএফ রিপোর্টে কোথাও ক্যানসারের বিষয়টি উল্লেখ নেই। বরং আলসারের কথা লেখা আছে। সেই প্রমাণ আমাদের ই-মেইলে রয়েছে। পাপ্পুকে যে ভুল রিপোর্ট দেয়া হয়েছে, তার সঙ্গে আমরা কোনোভাবেই জড়িত নই।’
অপরদিকে গ্যাস্ট্রো-লিভার অ্যান্ড কোলন রেক্টাম রিসার্চ সেন্টারের চিকিৎসক ডাঃ জওহর লাল সিংহ বলেন, কোলোনোস্কপি করে ক্যান্সার শনাক্ত করা হয়নি। ঢাকা ল্যাবএইডে করা রিপোর্টের ভিত্তিতে তাদের ক্যান্সারের কথা বলা হয়েছে। ল্যাবএইড প্রথমে ক্যানসার রিপোর্ট দিলেও এখন এডিট করে আলসার লিখেছে। ল্যাবএইড ও রোগীর পরিবার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ল্যাবএইডের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।’
বিএমএর সভাপতি ডা. শেখ বাহারুল আলম বলেন, ‘ঘটনাটি নিয়ে বিএমএ থেকে বিশেষজ্ঞ দল দিয়ে তদন্ত করেছে। যাতে মনে হয়েছে রোগী ভুক্তভোগী। তার সাথে অন্যায় করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত