বিজ্ঞপ্তি : খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ ভূমি মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক নগরবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় সিটি মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন খুবই গুরুত্ববহ। নারায়ন চন্দ্র চন্দের যোগ্য নেতৃত্ব ও সুদক্ষ পরিচালনায় গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পালনে সফলকাম হবেন এবং কাঙ্খিত লক্ষ্য পূরণে সক্ষম হবেন বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। সিটি মেয়র ভূমি মন্ত্রীর সুস্বাস্থ্য, সুন্দর জীবন ও সার্বিক সফলতা কামনা করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত