
ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় হতদরিদ্র এক কৃষকের পান বরজ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার বিকালে কে বা কাহারা শত্রুতা করে তার পান বরজে আগুন দেয়। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা পুড়িয়ে ভষ্ম করে দেয় ৫ কাঠা জমির পান বরজ। এতে প্রায় লক্ষাধিক টাকার পান গাছ, পানের অবকাঠামো, খড় সব কিছুই ভষ্মিভুত হয়। ঘটনাটি ঘটে ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়নের দক্ষিন ক্ষেমিরদিয়াড় এলাকায় মজিবর রহমানের পান বরজে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনলে রক্ষা পায় পানবরজের পাশেই থাকা ঘনবসতি পূর্ন বসতবাড়ি।
মজিবর রহমান বলেন, শত্রুতা করে পান বরজে আগুন দেয়। লক্ষাধিক টাকার পান গাছসহ পানের অবকাঠামো ভষ্মিভুত হয়।