ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি এলাকায় সোমবার সকালে সেনাবাহিনী অভিযান চালিয়ে একটি দেশি পিস্তল, একটি দেশি শুটার গান, ১১রাউন্ড তাজা গুলিসহ রোকন হোসেন ও কাঁকন হোসেন ২ভাইকে আটক করেছে। ভেড়ামারা থানা পুলিশ আহত অবস্থায় রোকন হোসেন ও কাঁকন হোসেন কে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
ভেড়ামারা থানা পুলিশ ও সেনাবাহিনী সুত্রে জানা গেছে, ভেড়ামারা উপজেলা বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামীম আহমেদ এর বাড়ি হামলা করে ভাংচুর, অগ্নি সংযোগ ও লুটপাট অভিযোগ করে থানা ও সেনাবাহিনীকে। এই ঘটনায় সোমবার সকালে সেনাবাহিনীর অভিযান চালায় উপজেলা বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি এলাকায় উপজেলা বিএনপি’র সদস্য রোকন হোসেন ও কাঁকন হোসেনের বাড়িতে। রোকন হোসেন ও কাঁকন হোসেন ২ভাইকে আটক করে। আটককৃতদের স্বীকার উক্তিতে তাদের কাছে থাকা একটি দেশি পিস্তল, একটি দেশি শুটার গান ও ১১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। রোকন হোসেন ও কাঁকন হোসেন কে ভেড়ামারা থানা সোর্পদ করে। ভেড়ামারা থানায় রোকন হোসেন ও কাঁকন হোসেন ২ভাই অসুস্থ্য হয়ে পড়লে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তার অবস্থা আশংকা জনক হলে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করে।
ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীর অভিযান চালিয়ে একটি দেশি পিস্তল ও একটি দেশি শুটার গান ও ১১ রাউন্ড তাজা গুলিসহ রোকন হোসেন ও কাঁকন হোসেন ২ ভাইকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। রোকন হোসেন ও কাঁকন হোসেন কে ভেড়ামারা থানা সোর্পদ করলে তারা অসুস্থ্য হয়ে পড়লে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তার অবস্থা আশংকা জনক হলে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করে।
ভেড়ামারায় অস্ত্র ও গুলিসহ আটক ২

Leave a comment