ভেড়ামারা প্রতিনিধি : মহান একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ভেড়ামারার সর্বস্তরের জনসাধারন উপস্থিত ছিলেন। ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুস সাত্তার। ভেড়ামারা প্রি-ক্যাডেট বিদ্যালয়ে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেন। সভাপতিত্ব করেন ভেড়ামারা প্রি-ক্যাডেট বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল। বিভিন্ন প্রতিণ্ঠানে যথাযথ ভাবে পালিত হয়েছে।