ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় জাল দলিল ও খারিজ করার অভিযোগে বিজ্ঞ সহকারী জজ আদালতে মামলা দায়ের করেছে।
কুষ্টিয়ার বিজ্ঞ ভেড়ামারা সহকারী জজ আদালত ও বামনপাড়া তালতলা (মসজিদ সংলগ্ন) এলাকার মৃত রওশন আলী ছেলে আব্দুল আহাদের অভিযোগ সূত্রে জানা গেছে, ভেড়ামারা থানাধীন বামনপাড়া তালতলা সাকিনের এস,এ ৫৬৬ দাগ এস,এ ৪০৮ খতিয়ানের .০৪৪ একর জমি আমির আলী মন্ডল ও নুর ইসলাম মন্ডলের নামে সমান অংশে রেকর্ডীয় জমি হইতেছে কিন্তু এস,এ ৪০৭ খতিয়ানের .০৪৩ একর জমি আমির আলী মন্ডল ও নুর ইসলাম মন্ডলের জমি নহে। এস,এ ৪০৭ খতিয়ানের .০৪৩ একর জমির রেকর্ডীয় মালিক হইতেছে গোপাল চন্দ্র সাহা, নেপাল চন্দ্র সাহা দিং কিন্তু নুর ইসলাম মন্ডলের এস,এ ৪০৭ খতিয়ানের .০৪৩ একর জমি গোপাল চন্দ্র সাহা দিং এর নিকট থেকে নুর ইসলাম মন্ডল জমি খরিদ করে নাই। তথাপিও বিবারুলের মাতা আষ্টজান নেছা এবং নওশের আলী মোল্লা ইং ৩০/১২/১৯৭৬ইং তারিখে নুর ইসলাম মন্ডলের নাম করনে-১১১৬৩নং দলিল করিয়া রাখে। এস,এ ৪০৭ খতিয়ান হইতে আর,এস ৫৩৪ দাগের উৎপত্তি হইয়াছে। এবং এস,এ ৪০৮ খতিয়ান হইতে আর,এস ৫৩৫ দাগের উৎপত্তি হইয়াছে। কিন্তু আষ্টজান নেছা এবং নওশের আলী মোল্লার নামে আর,এস ৫৩৫ দাগে .০৭ একর জমি রেকর্ড হয়। কিন্তু যোগসাজসী ভাবে আর,এস ৫৩৫ দাগে.০২৮ একর জমিতে নাম খারিজ করিয়া রাখিয়াছে আষ্টজান নেছা দিং। যাহা ১১১৬৩ নং দলিলের অর্ন্তভুক্ত নহে। উক্ত আর,এস ৫৩৫ দাগের নওশের আলীর পুত্র গন। বিবারুল ইসলাম, রেজাউল করিম, মিজানুর রহমান সর্ব পিতাঃ মৃত নওশের আলী মোল্লা, সাং-বামনপাড়া, তালতলা (জামে মসজিদ সংলগ্ন) থানা-ভেড়ামারা, জেলাঃ কুষ্টিয়া। ভেড়ামারা বিজ্ঞ সহকারী জজ আদালতে জাল দলিল সৃষ্টির কারণে উল্লেখিত ব্যাক্তিদের নামে দেং ৭৯/২০২২। মামলাটি আদালতে চলমান রহিয়াছে। এই ব্যাপারে সুষ্টু তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাদের নিকট আশু হস্তক্ষেপ কামনা করে ভোক্তভোগীরা।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত