ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়া ভেড়ামারার জেনারেল এগ্রোভেট ও অগ্রগামী এগ্রো লিঃ এর ম্যানেজিং ডাইরেক্টর মেহের আলী স্থানীয় ফুড ল্যান্ড ক্যাফে সংবাদ সম্মেলন করেন। কোম্পানীর সাবেক “ম্যানেজিং ডাইরেক্টর” নাজমুস সাকিব এর বিরুদ্ধে ভেড়ামারা থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছে। সাধারণ ডায়েরী (জিডি) নং-১১৩০ তাং-২১-০৩-২০২৫ ইং।
ভেড়ামারা থানায় সাধারণ ডায়েরী ও সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেহের আলী বলেন, আমি “জেনারেল এগ্রোভেট লিঃ” ও “অগ্রগামী এগ্রো ইন্ডাঃ লিঃ”এর বর্তমান “ম্যানেজিং ডাইরেক্টর”। আমার কোম্পানীর সাবেক “ম্যানেজিং ডাইরেক্টর” নাজমুস সাকিব মিথ্যা অপপ্রচার চালায়। কোম্পানীর সাবেক “ম্যানেজিং ডাইরেক্টর” নাজমুস সাকিব স্ব-ইচ্ছায় দুটি কোম্পানী থেকে পদত্যাগ করায় তার রিজাইন লেটার ও কোম্পানীর রেজুলেশনের ভিত্তিতে গত ০৮ মে ২০২৩-ইং তারিখে কোম্পানী দ্বয়ের সকল প্রকার দ্বায়-দ্বায়িত্ব এবং শেয়ার থেকে অব্যাহতি প্রদান করেন। কোম্পানীর সাবেক “ম্যানেজিং ডাইরেক্টর” নাজমুস সাকিব ও তৎকালিন সহকারি মুনতাজ মিলে ফ্যাক্টরীর শত শত টন কাঁচামাল ও উৎপাদিত পণ্য পাচার করে বিক্রয় করেছেন। মার্কেটের বিভিন্ন কাস্টমারের কাছ থেকে টাকা উত্তোলন করে কোম্পানীর নির্ধারিত অ্যাকাউন্টে জমা না দিয়ে নিজের ব্যাক্তিগত অ্যাকাউন্টে লেন দেন করে টাকা আত্যসাৎ করেছেন তা প্রায় দেড় কোটি থেকে দুই কোটি টাকারও অধিক।
তিনি আরো বলেন , নাজমুস সাকিব একসময় তাদের ব্যবসায়িক অংশীদার ছিল। নাজমুস সাকিবের বিভিন্ন রকম অপকর্ম যেমন কাঁচামাল পাচার, অর্থ জালিয়াতি, নারী কেলেঙ্কারি ও মাদকাসক্ত ইত্যাদির কারণে কোম্পানি ক্ষতিগ্রস্ত হওয়ায় তার সাথে ব্যবসায়িক বিরোধ দেখা দেয়। এক পর্যায়ে সে তার অংশীদারের শেয়ার সুনির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে বিক্রি করে শেয়ারের প্রাপ্য ৭০ লক্ষ টাকা ব্যাংকে মাধ্যমে ও ৫ লক্ষ ৫০ হাজার টাকার সমমূল্যের কাঁচামাল গ্রহণ করে ব্যবসা থেকে আলাদা হন। কিন্তু হঠাৎ প্রায় দুই বছর পর নাজমুস সাকিব অসৎ উদ্দেশ্যে, পরিকল্পিতভাবে আমার এবং প্রতিষ্ঠানের নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। ব্যক্তিগতভাবে আমি কখনোই কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলাম না।
ভেড়ামারায় জেনারেল এগ্রোভেট লিঃ মেহের আলী’র সংবাদ সম্মেলন

Leave a comment