ভেড়ামারা প্রতিনিধি : দেশব্যাপী ধর্ষণ ও শিশু নির্যাতন রোধে এবং মাগুরার শিশু আছিয়ার মৃত্যুর জন্য দায়ী ধর্ষকদের আইনের আওতায় নিয়ে দ্রুত ফাঁসীর দাবীতে কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাবের সামনে আজ রোববার এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেন। বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, এস এস আল হুসাইন সোহাগ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাহারুল ইসলাম বকুল, যুগ্ন আহবায়ক তরিকুল ইসলাম সাজু, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক সিজার, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রাব্বি শেখ, মমিনুল ইসলাম, বাহাদুরপুর ইউনিয়ন যুবদল নেতা সোহেল রানা, কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য আরিফুল ইসলাম নিলয় গাজী, পৌর ছাত্রদলের আহবায়ক অমিত রায়, যুগ্ন আহবায়ক ফেরদৌস সিয়াম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আকরাম, যুগ্ন আহবায়ক সাকিবুজ্জামান শাকিব, যুগ্ন আহবায়ক স্বাধীন আহমেদ, ভেড়ামারা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আকাশ আলী সহ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে সদ্য সময়ে ঘটে যাওয়া শিশু ধর্ষণের বিষয়ে দোষীদের দ্রুত শাস্তির আওতায় এনে বিচার করার জন্য অর্ন্তর্বতী সরকারের উপদেষ্টা পরিষদের প্রতি দাবি জানান এবং নারী ও শিশু ধর্ষণ প্রতিরোধে সকলকে একযোগে এগিয়ে আসার জন্য আহবান জানান।