ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা সাতবাড়ীয়া ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবু তাহের এর উপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় মঙ্গলবার বেলা ১১টার সময় এলাকাবাসী ও শিক্ষার্থীরা ভেড়ামারা-দৌলতপুর মহাসড়কের সাতবাড়িয়া বাজারে অবরোধ করে মানববন্ধন করেন।
কুষ্টিয়ার ভেড়ামারা সাতবাড়ীয়া ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবু তাহের এর উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভেড়ামারা উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতি’র সভাপতি ও হাজী আফসার উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান সান্টু ও সাধারণ সম্পাদক ও হাজী ওয়াজেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই সিদ্দিকী বিবৃতি প্রদান করেন।
ভেড়ামারার সাতবাড়ীয়া ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়ার শিক্ষক মনোয়ার হোসেন বলেন, সাতবাড়ীয়া ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহেরের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ সাতবাড়িয়া বাজারে অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালন করি।। এ ঘটনায় এবং সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তির দাবী করে ভেড়ামারা-দৌলতপুর সড়ক অবরোধ মানববন্ধন করে। এসময় তারা টায়ার জ্বালিয়ে নানা শ্লোগান দেয়। সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার না করা হলে যে কোন সময় রাজপথ অবরোধ সহ কঠোর কর্মসূচী ঘোষনা দেন শিক্ষার্থী এবং অভিভাবকরা।