
ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গত মঙ্গলবার বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব ১৭) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন চাঁদগ্রাম ইউনিয়ন একাদশ বনাম পৌরসভা একাদশ। বঙ্গবন্ধু গোল্ড কাপ ভেড়ামারা পৌরসভা একাদশ ৪-২ গোলে চাঁদগ্রাম একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু, শামিমুল ইসলাম ছানা, মহসিন মুরাদ, পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল, প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, চাঁদগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন প্রমুখ।