ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় মোটর সাইকেলের চাকায় পিষ্ট হয়ে সোহান হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার কুচিয়ামোড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় জনগণ শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে শনিবার রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সোহান হোসেন একই এলাকার শিপন আলীর ছেলে ও কুচিয়ামোড়া শিশু নিকেতনের প্রথম শ্রেণির ছাত্র। ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহত শিশু সোহানের দাদা নবাব আলী জানান, সোহান হোসেন তিন দিন ধরে রোজা করছিল। দাদি সাথে ফুফুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। ফেরার পথে কুচিয়ামোড়া বাজারে এসে ভ্যান থেকে নেমে ভাড়া দেওয়ার সময় শিশুটি দৌড়ে রাস্তা পাড় হতে ছিল। তখন দ্রুত গতির মোটর সাইকেলের সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। এ সময় মোটরসাইকেলটি তার শরীরের উপর দিয়ে চলে যায়।