ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারার উপজেলার দলুয়া- হোসেনপুর মধ্যবর্তী মাঠে আজ রবিবার (১৬ জুলাই) রাশেদুল ইসলাম (৪২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ভেড়ামারা থানা পুলিশ। তিনি পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার গাছেড়দিয়াড়
গ্ৰামের পিয়ার প্রামানিকের পুত্র। তিনি ভেড়ামারার বারোমাইল এলাকার আল আমীন গার্মেন্ট-এ স্টোর কিপারের চাকুরি করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন ও তাঁর ব্যবহৃত মোটরসাইকেল ও চশমা মরদেহের পাশে পড়ে ছিল।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে নয়টার দিকে কর্মস্থল থেকে বাড়ি যাওয়ার জন্য বের হয়ে পরে বাড়ি যাননি। সকালে রাস্তার পাশের মাঠে তাঁর মরদেহ দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, তিনিলাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মর্গে পাঠানো হয়েছে। মৃত্যু রহস্য উদঘাটন, অপরাধী সনাক্ত ও গ্ৰেফতারে পুলিশ কাজ করছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত