ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা শহরের আপন সুপার মার্কেটস্থ গ্রিণ ইলেকট্রিক স্টোর এন্ড থ্রি-স্টার স্যাটোলাইটের মালিক আশরাফুল ইসলাম কচি ও তাঁর ছেলে সাজিদ আশরাফ আবিদ’র উপর হামলার ঘটনায় ভেড়ামারা থানায় মামলা দায়ের হয়েছে। থানা পুলিশ ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল রাত আনুমানিক সাড়ে দশটার দিকে ১০/১১ জনের একটি সংঘবদ্ধ দুর্বৃত্তদল মুখে মুখোশ পরিহিত অবস্থায় ভেড়ামারা-প্রাগপুর মহাসড়কের আপন সুপার মার্কেটস্থ গ্রিণ ইলেকট্রিক স্টোর এন্ড থ্রি-স্টার স্যাটোলাইট কার্যালয়ের সামনে এসে একটি মোটর সাইকেলসহ প্রতিষ্ঠানে বেপরোয়া হামলা-ভাংচুরসহ ক্যাশ বাক্স থেকে ৩লাখ ৬০ হাজার টাকা লুট করে। এসময় হামলাকারীরা ঐ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আশরাফুল ইসলাম কচি ও তাঁর ছেলে সাজিদ আশরাফ আবিদকে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম করে। হামলায় মারাত্মক আহত আবিদকে পথচারীরা উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে আশরাফুল ইসলাম কচিকে একই হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।
চিকিৎসা শেষে আশরাফুল ইসলাম কচি ১০/১১জনকে অজ্ঞাতনামা আসামি করে ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের করেছেন।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, থানা পুলিশ ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত