
ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় পরমেশ্বর মহাঅবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আনন্দ শোভাযাত্রা র্যালি বুধবার সকাল ১০ টায় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রঘুনাথ মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ভেড়ামারা উপজেলা শাখার সহ সভাপতি গোপাল চন্দ্র পন্ডিত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম জহির, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, জেলা কমিটির সহ সাধারন সম্পাদক অসিত সিংহ রায়, ভেড়ামারা উপজেলা সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রদীপ সরকার, সাংগঠনিক সম্পাদক কমল কৃষ্ণ শর্মা,ভেড়ামারা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম দেবাশীষ ভট্টাচার্য, ভগবান চন্দ্র সিংহ রায়, ড. অমরেন্দ্র নাথ, গৌতম কুমার কুন্ডু, নন্দ দুলাল ক্ন্ডুু, সঞ্জয় বিশ্বাস, উত্তম দেবনাথ, প্রদীপ অধিকারী, পলাশ দেবনাথ, মদন গোপাল আগরওয়ালা, রতন ঘোষ, নিমাই দেবনাথ, বিপ্লব কুমার কর্মকার, সুজয় সরকার, বকুল কুমার দেবনাথ প্রমূখ।