ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা-রায়টা মহাসড়কের রামকৃষ্ণপুরে শারীরিক বুদ্ধি প্রতিবন্ধী লিটন হোসেন সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার রাত ১০টার সময় মারা গেছে। লিটন হোসেন উপজেলার মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর ঈদগা পাড়া নুরু হোসেনের ছেলে।
ভেড়ামারা থানা ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, ভেড়ামারা-রায়টা মহাসড়কের রামকৃষ্ণপুর নামক স্থানে বৃহস্পতিবার দুপুরে শারীরিক বুদ্ধি প্রতিবন্ধী লিটন হোসেন (৩৬) রাস্তা পার হচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় অটোরিক্্রা তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। আহত লিটন হোসেন কে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তার অবস্থা আশংকা জনক হলে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করে। অবস্থা আরো অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে আইসিইউ বৃহস্পতিবার রাত ১০টার সময় মারা যায়।
ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় লিটন হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।
ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধী লিটন নিহত

Leave a comment