ভেড়ামারা প্রতিনিধি :কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মওলাহাবাসপুর গ্রামে জমির উপর ১৪৪ ধারা জারির পরও নাসির উদ্দিন গং জোরপূর্বক নির্মাণ কাজ করছে। এব্যাপারে কুষ্টিয়ার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মিস মামলা ৮৬/২০২৪ দায়ের করেছে। এ ব্যাপারে আদালত কর্তৃক ১৪৪ ধারা জারির কপি ভেড়ামারা থানায় জমা দেওয়া হয়েছে।
কুষ্টিয়ার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত সুত্রে জানা গেছে, ভেড়ামারা সাতবাড়িয়া এলাকার মৃত হোসেন ব্যাপারীর ছেলে নাসির উদ্দিন ও জমির উদ্দিন একই এলাকার হোসনেয়ারারা প্রভাবশালী,কলহপ্রীয়, পর সম্পদ লোভী. দাঙ্গাবাজ, জমি জবর দখলকারী ও আইন অমান্যকারী। ভেড়ামারা থানাধীন হাল জে এল নং-২৯ ধরমপুর মোজার আর এস ৭০৪ নং খতিয়ানে নালিশী আর এস ৪৩৭ দাগে ৩.৯৩ একর সম্পত্তিসহ ৪.৪৮ একর জমি মালিক কুদরত আলি প্রধানের নামে রেকর্ডকৃত জমি। কুদরত আলি প্রধান মৃত্যু বরণ করলে ২ ছেলে ইব্রাহিম মন্ডল ও ইসমাইলসহ ৫ মেয়ে রিজিয়া খাতুন, খোদেজা খাতুন, রোকেয়া খাতুন, নাছিমা খাতুন ও শিউলী খাতুন ওয়ারিশ সুত্রে ভোগদখল করে আসছে। গত ০৮-০২-২০২৪ ইং তারিখে সাতবাড়িয়া এলাকার মৃত হোসেন ব্যাপারীর ছেলে নাসির উদ্দিন গং অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে অবৈধ অনুপ্রবেশ করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ করে। ভেড়ামারা উপজেলার মওলাহাবাসপুর গ্রামে জমির উপর ১৪৪ ধারা জারির পরও নাসির উদ্দিন গং জোরপূর্বক নির্মাণ কাজ করছে। জমির মালিক কে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে আসছে। ইব্রাহিম মন্ডলের পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছে।
ভেড়ামারায় ১৪৪ ধারা জারির পরও নির্মাণ কাজ চলমান
Leave a comment