
ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় রাষ্ট্রীয় মালিকানাধীন ভেড়ামারা ৪১০ মেঃওঃ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ -তম শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিদ্যুৎ কেন্দ্রটিতে জাতীর পতাকা অর্ধনমিত রাখা, উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আলোচনা সভা, বিদ্যুৎ কেন্দ্রের মসজিদে শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিক উপলক্ষ্যে বিদ্যুৎ কেন্দ্রের পক্ষ হতে স্থানীয় দুটি মাদ্রাসায় নূরানি, হাফিজিয়া, কওমিয়া মাদ্রাসা, পশ্চিম বাহিরচর, ভেড়ামারা ও ফজলুল উলুম কাওমি মাদ্রাসা, ফারাকপুর, ভেড়ামারার ২০০ এতিম ছাত্রের মাঝে খাবার বিতরণ করা হয়।