ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা শহরের বিশিষ্ট ডিস ব্যাবসায়ী আশরাফুল ইসলাম (কচি) ও তার পুত্র আবিদের উপর ককটেল বোমা ফাটিয়ে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় পিতা পুত্রসহ ৪ জন আহত হয়েছে। আহত আবিদের অবস্থা আশঙ্কাজনক।
ভেড়ামারা থানা ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত সাড়ে ১০ চার সময় ভেড়ামারা শহরে গোডাউন মোড়ের পশ্চিম পাশে ৮/১০ জন মুখোশধারী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পরপর ৩টি ককটেল বোমা ফাটিয়ে ডিস ব্যাবসায়ী আশরাফুল ইসলাম কচি (৬০) ও তার পুত্র আবিদ (২৫) এর অফিস কক্ষে ঢুকে সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় আবিদকে বেধড়ক মারপিট করে, অফিসের গ্লাসের দরজা ভাংচুর, অফিসের র্যাকে থাকা মালামাল ভাংচুর ও অফিসের বাহিরে আবিদের ব্যাবহৃত মোটর সাইকেলটি ভাংচুর করে। আশরাফুল ইসলাম (কচি) ও তার পুত্র আবিদসহ ৪ জন আহত হয়েছে। এদের মধ্যে আবিদের অবস্থা আশঙ্কাজনক। পিতা ও পুত্রকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, আহত আশরাফুল ইসলাম (কচি) ও তার পুত্র আবিদকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত