
ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা পাঠচক্রের আয়োজনে শনিবার উপজেলা শিল্পকলা একাডেমিতে ভেড়ামারা সরকারি কলেজের দুইজন শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়।
ভেড়ামারা সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান শামীমকে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় ও ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েলকে শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হওয়ার ভেড়ামারা পাঠচক্রের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেন মুহ. আনোয়ার- উল- আজিম ও বিনোদ কুমার বিশ্বাস।
ভেড়ামারা পাঠচক্রের সভাপতি ও শিক্ষাবিদ মুহ. আনোয়ার-উল- আজিমের উদ্যোগে ভেড়ামারা পাঠচক্রের যাত্রা শুরু হয়। যান্ত্রিক যুগে সাহিত্য চর্চার এই সংগঠনটি ২০১৮ সাল থেকে যাত্রা শুরু করে সফলভাবে এগিয়ে যাচ্ছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত