ভেড়ামারা প্রতিনিধি : তারুণ্যের উৎসব ২০২৫ এর তারুণ্য মেলায় কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজ ক্যাম্পাসে বাংলার ঐতিহ্যবাহী শীতকালীন এই উৎসবের ধারাকে অব্যাহত রাখতে ৩দিন ব্যাপী তারুণ্য মেলা বৃহস্পতিবার দুপুর ৩টার সময় আনুষ্ঠানিক ভাবে শেষ হয়েছে।
সমাপনী দিনে মেলা পরিদর্শন করেন ভেড়ামারা উপজেলা কমিটির আহবায়ক ও ভেড়ামারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুস সাত্তার। উপস্থিত ছিলেন ভেড়ামারা সরকারি কলেজ পরিচালনা ও বাস্তবায়ন কমিটির আহবায়ক মোস্তাফিজুর রহমান শামীম, সাধারণ সম্পাদক প্রভাষক হেলাল উদ্দিন হেলাল, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েলসহ শিক্ষাকমন্ডলী।
প্রাক্তন শিক্ষার্থী সাইমা বলেন, শীতের আমেজে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পিঠার স্বাদে ভরপুর ছিল এই উৎসব। কলেজ ক্যাম্পাস সকাল থেকেই তারুণ্যের উচ্ছ্বাসে মাতোয়ারা ছিলেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। তাদের সরব উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।
বর্তমান শিক্ষার্থী জান্নাত খান বলেন, শীতের যে আমেজ পড়েছে, সেই আমেজকে পূর্ণতা দিতে কলেজের শিক্ষার্থী, শিক্ষকরা সবার প্রচেষ্টায় উৎসবের আয়োজন করা হয়েছে। তারুণ্যের উৎসবে মেতেছে ভেড়ামারা সরকারি কলেজের শিক্ষার্থীরা। আমাদের শিক্ষার্থীরা সেই গ্রাম-বাংলার ঐতিহ্য পিঠা-পুলি, পায়েস তৈরি করেছে রাত জেগে, এবং সেটা আজকে এই উৎসবে উপস্থাপন করেছে। তাদের এই প্রচেষ্টা আমাদের আনন্দিত করেছে।
ভেড়ামারা সরকারি কলেজে তারুণ্য মেলা অনুষ্ঠিত

Leave a comment