
ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদের সামনে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ম্যুরালে সোমবার বিকালে পুস্পস্তবক অর্পণ করেন ভেড়ামারা সরকারি কলেজ পরিবার। কলেজ সরকারিকরণ সংক্রান্ত (আত্তিকরণ) সম্পন্ন হওয়ায় কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে এই ফুলেল শ্রদ্ধার আয়োজন করেন।
এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকাশ কুমার কুন্ডু, ভেড়ামারা সরকারি কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) খলিল উল্লাহ্, ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েলসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।