জন্মভূমি রিপোর্ট : চলতি ইলিশ মৌসুমে খুলনার বিভিন্ন নদ-নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে অসাধু জেলেরা জাটকাসহ বিভিন্ন মাছের পোনা তথা মৎস্য সম্পদের ক্ষতি করছে। পরিস্থিতি মোকাবেলায় শনিবার নৌ পুলিশ ও একটি উপজেলার মৎস্য কর্মকর্তার সমন্বয়ে ভৈরব ও আতাই নদীতে অভিযান পরিচালিত হয়েছে। দুপুর আড়াইটা থেকে শুরু হয়ে সন্ধ্যা সোয়া ৭ টা পর্যন্ত চলা এ অভিযানে এক লাখ ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ হয়েছে।
অভিযানে নেতৃত্বদানকারী তেরখাদা উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান আকন্দ দৈনিক জন্মভূমিকে বলেন, নদীতে পেতে রাখা অবস্থা হতে এবং জেলেদের নৌকা থেকে কারেন্ট জালগুলো উদ্ধার করা হয়েছে। অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন অসাধু জেলে পালিয়ে যাওয়ায় তাদেরকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। জব্দ করা কারেন্ট জাল খুলনা সদর নৌ থানা সংলগ্ন ৫ নং ঘাট এলাকায় পুড়িয়ে ভষ্মিভূত করা হয়।
তিনি বলেন, এর আগে গত ২৮ আগস্ট তেরখাদার শেখপুরা বাজারের একটি দোকানে জনৈক কারেন্ট জাল বিক্রেতাকে ভ্রাম্যমান আদালত ৩ হাজার টাকা অর্থদণ্ড করেছিলেন। অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে নদ-নদীসহ কেনা-বেঁচার দোকানে অভিযান অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত