সোহেল বিশ্বাস : সিটি নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি কম দেখিয়ে আর্ন্তজাতিক মহলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে মিথ্যাচার ও ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত। এজন্য তারা সাধারণ ভোটারদের হুমকি ভয়-ভীতি দেখিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হতে নিরুৎসাহিত করছে। ভোটকেন্দ্রে বিএনপি-জামায়াতের এই ষড়যন্ত্র রুখতে হবে। শুক্রবার বিকালে সিটি নির্বাচন উপলক্ষে মহানগর মহিলা যুবলীগের সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর মহিলা যুবলীগের আহবায়ক এড. রাবেয়া ওয়ালী করবী। সম্মানিত অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, আফরোজা জেসমিন বিথী, চিশতী মোস্তারী বানু, নাসরিন ইসলাম তন্দ্রা, এড. হালিমা খাতুন শিউলি, দিপ্তী বিশ্বাস।
সমাবেশে এসএম কামাল আরও বলেন, সংসদ নির্বাচনের আগে সিটি নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে আওয়ামী লীগ। নির্বাচনকে বিতর্কিত করতে বিএনপি-জামায়াত কোন প্রার্থী দেয়নি। এখন ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখিয়ে তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ প্রমান করতে চায়। এ কারণে সিটি নির্বাচনে ভোটকেন্দ্রে অধিক সংখ্যক ভোটারকে উপস্থিত করে তাদের মিথ্যাচার ও ষড়যন্ত্রের জবাব দিতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পাশাপাশি নির্বাচনকে গ্রহণযোগ্য করতে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি করতে ভোটারদের উদ্বুদ্ধ করতে হবে। নির্বাচন আচরণবিধি মেনে সকল প্রচারনা কার্যক্রম চালাতে হবে। নির্বাচন বিতর্কিত করতে দলে অনুপ্রবেশ করলে তাদেরকে চিহ্নিত করতে হবে।
মহানগর যুব মহিলা লীগ নেত্রী এড. রাবেয়া ওয়ালী করবীর সভাপতিত্বে এবং আইরিন চৌধুরী নীপার পরিচালনায় উপস্থিত ছিলেন এস এম আকিল উদ্দিন, ফাতেমা জাহান সীমা, কাকলী নাহার, ফৌজিয়া আহমেদ নূপুর, জাকিয়া আফরিন, শমরিতা আফরোজ লোপা, জেসমিন আক্তার, এড. আফরোজা রোজী, রেহেনা পারভিন, লক্ষ্মী দাস, রেশমা আক্তার, তারানা তাবাস্মুম শোভা, রেহেনা মোর্তজা লিপি, আমেনা রহমান পিয়া, আফরোজা খানম খুশি, লীনা পান্ডে, নাজমা খাতুন মুন্নি, ফাতেমা রহমান মিতা, উম্মুর বেদা, রওশন আরা রীমা, শায়লা ইসলাম রুমা, মাহাবুবা সুমি, নাজমা হোসেন, সামিরা সুলতানা, নিলুফা শারমিনসহ যুব মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত