বিজ্ঞপ্তি : ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগরীর উদ্যোগে শনিবার আয়োজিত এক নির্বাচনী যৌথ মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে দলের নায়েবে আমীর, নগর সভাপতি ও কেসিসি মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে কোন অবস্থাতেই ভোট ডাকাতি করতে দেওয়া হবে না। এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদেরকে সতর্কভাবে মাঠে কাজ করার আহ্বান জানান এবং জনগণকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রশাসনকে আহ্বান জানান। তিনি আরও বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে যদি কোন কারচুপি করা হয় তাহলে জনগণকে সাথে নিয়ে প্রয়োজনে সরকার পতনের ডাক দেওয়া হবে।
নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে নগর সেক্রেটারি মুফতী ইমরান হুসাইনের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনী যৌথ মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতী কেফায়েতুল্লাহ কাশফী।
এ সময় আরও উপস্থিত ছিলেন মুফতি আমানউল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, শেখ হাসান ওবায়দুল করিম, মোঃ আবু গালিব, মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, মাওলানা আব্বাস আমীন, মোঃ হুমায়ুন কবির, আবুল কাশেম, মোঃ নিজাম উদ্দিন মল্লিক, এ্যাডঃ কামাল হোসেন, মুফতী ইলিয়াস মাঞ্জুরী, বীর মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, সরোয়ার বন্ধ, আব্দুস সালাম, হাফেজ আব্দুল লতিফ, মোল্লা রবিউল ইসলাম, এস এম শাহিন হোসেন, এইচ এম আরিফুল ইসলাম, গাজী ফেরদাউস সুমন, মুফতী মইনুল ইসলাম, মাষ্টার মঈনুদ্দিন ভুইঁয়া, মাওলানা হাফিজুর রহমান, আবুল কালাম আজাদ, মারুফ হোসেন, হাফেজ খায়রুল ইসলাম, কাজী তোফায়েল হোসেন, মুফতী আ.হ.ম আব্দুর রহমান মিয়াজী, আব্দুর রশিদ, আবুল কালাম আজাদ, ইব্রাহিম খান, মঈন উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, মাহদী হাসান মুন্না, মোস্তফা আল গালিব প্রমুখ।