শেখ মোহাম্মদ আলী, শরণখোলা : ভোট দেওয়ার জন্য দুবলারচর ছেড়েছে ১০ সহস্রাধিক জেলে। তিন দিন আগে থেকে মাছ ধরা বন্ধ রেখে তারা চর ছাড়তে শুরু করে। দুবলার আলোরকোল থেকে রামপাল জেলে সমিতির সভাপতি মোঃ মোতাসিম ফরাজী জানান, দুবলারচরে জেলেদের মাঝে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপক প্রচারণা চালানো হয়। পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে চরের জেলেদের বসতি, নৌকা ও ট্রলার।
এর মধ্যে বাগেরহাট-৩ (রামপাল মোংলা) আসনে আওয়ামী লীগ প্রার্থী বেগম হাবিবুন্নাহার ও বাগেরহাট-৪ (শরণখোলা মোড়েলগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগের নৌকা মার্কার প্রার্থীদের পক্ষে প্রচারণা বেশি হয়। স্বতন্ত্র প্রার্থীদের পক্ষেও ভোটের প্রচারণা চলেছে। দুবলার আলোরকোল, মাঝেরকেল্লা, নারিকেলবাড়ীয়া ও শেলারচরে দশ-পনের হাজার জেলে অবস্থান করছে। এ সকল জেলেদের বেশির ভাগ ভোটার রামপাল ও মোংলার। এছাড়া শরণখোলা, দাকোপ, ডুমুরিয়া, মঠবাড়ীয়া ও সাতক্ষীরা অঞ্চলের অনেক ভোটার রয়েছে এই চারটি চরে।
রামপালের কুতুব উদ্দিন ও শরণখোলার জেলে ইউনুস ফকির বলেন, দেশের উন্নয়নের জন্য ভোট দেয়া দরকার। বর্তমান সরকার অনেক উন্নয়ন কাজ করেছে তাই উন্নয়নের ধারা ধরে রাখতে আমরা ভোট দেওয়ার জন্য সবাই বাড়ি যাচ্ছি। ভোটের পরে আমরা আবার দুবলারচরে ফিরে আসবো বলে তারা জানান।
দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ বলেন, আগামী ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য ভোটের আগেই অধিকাংশ জেলে এলাকায় ফিরে গেছেন। জেলেদের সহজে যাতায়াতে সহায়তা প্রদান করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
আলোরকোল ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ মজুমদার বলেন, ভোট দেওয়ার জন্য ইতিমধ্যে অধিকাংশ জেলে দুবলারচর ত্যাগ করেছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত