বিজ্ঞপ্তি : অবৈধ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এবং ভাগাভাগির নির্বাচনে ভোট বর্জনের আহ্বান জানিয়ে আজ সকাল ৬টা থেকে ৮ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা দেশব্যাপী সর্বাত্মক হরতাল পালিত হবে। হরতাল সমর্থনে শুক্রবার সন্ধ্যায় নগরীতে বিশাল মশাল মিছিল করেছে খুলনা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
গত ১৫ বছরে লুটেরা আ’লীগের সকল অনিয়ম-দুর্নীতি, জুলুম-নির্যাতনের প্রতিবাদ জানাতে ৪৮ঘন্টা বিএনপি’র সর্বাত্মক হরতাল সফলে ও ভোট বর্জনের উদাত্ত আহবান জানিয়েছে সংক্ষিপ্ত পথসভায় নেতৃবৃন্দ বলেন, বিরোধী দলবিহীন আ’লীগের সাজানো-পাতানো এ নির্বাচনে জনগনের পছন্দের প্রার্থী না থাকায় ভোট দান থেকে বিরত থাকাও প্রতিটি ভোটারের সাংবিধানিক অধিকার। তাই সকল প্রকার অপপ্রচার রুখে দিয়ে নিজে ও পরিবার-পরিজনকে সাথে নিয়ে এবারের ভোট প্রদান থেকে বিরত থাকুন। দেশের স্বার্থে অন্যদেরও ভোটবর্জনে উৎসাহিত করুন।
পথসভায় বক্তৃতা করেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এসএম শামীম কবির, রূপসা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোল্লা সাইফুর রহমান, কয়রা উপজেলা বিএনপি’র সদস্য সচিব নূরুল আমিন বাবুল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এসএম মাসুম বিল্লাহ, জেলা যুবদলের সহ-সভাপতি মোল্লা আইয়ুব হোসেন, জেলা তাঁতী দলের সদস্য সচিব মাহমুদুল হাসান লোটাস প্রমুখ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত