সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা বিজিবি‘র অভিযান চালিয়ে ভারতীয় ০২ কেজি হেরোইন, ৩৩৭ বোতল ফেনসিডিল ও ০৪ বোতল এলএসডি মাদক উদ্ধার করেছে। এসময় আটক করা হয়েছে এক মাদক পাচারকারীকে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক, সাতক্ষীরাস্থ ভোমরা বিওপির ঘোষপাড়া এলাকা দিয়ে মাদকদ্রব্য এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির দায়িত্বপ্রাপ্ত হাবিলদার মো: শহিদুল ইসলাম এর নেতৃত্বে বিজিবি সদস্যরা শনিবার রাত সাড়ে ১১ টার দিকে অবস্থান নেয়। রবিবার ভোর রাতে একদল চোরাকারবারিকে দেখে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এসময় সদর উপজেলার ভারখারী গ্রামের নছিমউদ্দিন গাজীর ছেলে মোহাম্মদ গাজী (৪৩) আটক করে।এসময় তার কাছে বস্তায় থাকা ভারতীয় ০২ কেজি হেরোইন, ৩৩৭ বোতল ফেনসিডিল ও ০৪ বোতল এলএসডি মাদক উদ্ধার করে।
এঘটনায় সাতক্ষীরা সদও থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
ভোমরা সীমান্তে হিরোইন ও ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১
Leave a comment