সাতক্ষীরা প্রতিনিধি: হলুদ আমদানির ঘোষণা দিয়ে শুকনা মরিচ আমদানি করে ছুটির দিনে গোপনে খালস করতে গিয়ে বিজিবির হাতে আটক হয়েছে ২১ বস্তা শুকনা মরিচ। গতকাল ভোমরা স্থলবন্দর থেকে বিকাল সাড়ে ৩টায় কাস্টম ও বন্দরের দুই অসাধু কর্মীর যোগসাজশে এ মালামাল পাচার করতে গিয়ে বিজিবির হাতে আটক হয়।
তথ্যানুসন্ধানে জানা যায়, হলুদ আমদানির ঘোষণা দিয়ে রাফসান এন্টারপ্রাইজ শুকনা মরিচ আমদানি করে। চলতি মাসের ১ তারিখে এ মালামাল ভোমরা স্থলবন্দরে প্রবেশ করে। মিথ্যা ঘোষণায় আনা শুকনা মরিচ বন্দরে আটকে যায়। ছুটির দিনকে কাজে লাগিয়ে বন্দরের সিকিউরিটি তৌহিদ ও কাস্টমসের সাব্বির পরষ্পর যোগসাজশে রাফসান এন্টারপ্রাইজের মিথ্যা ঘোষণায় আনা শুকনা মরিচ আউট পাস করে। পরে বিজিবি’র মালামাল দেখে সন্দেহ হলে তারা চ্যালেঞ্জ করে। মরিচ বহনকারী টমটমের ড্রাইভার বিজিবি সদস্যদের কাগজপত্র দেখালে বিজিবি সদস্যরা ২১বস্তা (৮৮৪ কেজি) শুকনা মরিচ আটক করে। পরে তা ৩৩ ব্যাটালিয়নে হস্তান্তর করা হয়।
ভোমরা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার জহির জানান, টমটমে করে শুকনা মরিচ নিয়ে যেতে দেখে সন্দেহ হয়। পরে বৈধ কাগজপত্র না থাকায় মালামালগুলো আটক করি। একটি চক্র ছুটি হলেই এভাবে মালামাল আউট পাস করে।
ভোমরা স্থল বন্দরে বিপুল পরিমান শুকনা মরিচ আটক
Leave a comment