জন্মভূমি ডেস্ক : ভোলার চরফ্যাশনে ট্রলারডুবির ঘটনায় পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন আরও দুই জেলে।
শুক্রবার (৩০ জুন) দুপুর ১টার দিকে মেঘনার দক্ষিণে সাগর মোহনা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। সামরাজ মাছঘাটের ব্যবসায়ী মো. রিপন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত ও নিখোঁজ সবার বাড়ি চরফ্যাশনে। সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় ওই জেলেরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাছ ধরতে গিয়েছিল। তবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত