শাকিল আহমেদ, মঠবাড়িয়া : পিরোজপুরের মঠবাড়িয়ার পৌর শহরের সদর রোডে রোববার সকালে ভয়াবহ এক অগ্নিকান্ডে ২৪টি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়িরা জানান।
স্থানীয় সূত্রে জানাগেছে, রোববার সকালে পৌর শহরের কেন্দ্রীয় হরিসভা মন্দির সম্মুখ খোলা মার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্টিকের মাধ্যমে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে এলেও শহরের লেপপট্টি পুকুর পাড়ে জনৈক এক ব্যক্তির অবৈধ স্থাপনার কারণে তাৎক্ষণিক পানি সরবরাহ করা সম্ভব হয়নি। যার কারণে মূহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় ২৪টি কসমেটিক্সের দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে ওই অবৈধ স্থাপনাটি নিয়ে পৌরসভা ও বণিক সমিতির উদ্যোগে পৌরসভার হল রুমে এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে উত্তেজিত ব্যবসায়িরা অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করেন।
মঠবাড়িয়া বাজারের ব্যবসায়ি জাহিদ উদ্দিন পলাশ জানান, কয়েক বছর আগে একটি অগ্নিকান্ডে লেপপট্টির বেশ কিছু দোকান পুড়ে যায়। তখন শহরের যেকোন দুর্ঘটনা এড়াতে লেপপট্টি পুকুর থেকে পানি উত্তোলনের জন্য একটি স্থান নির্ধারণ করা হয়। কিন্তু একজন অসাধু ব্যবসায়ির অবৈধভাবে দখলের কারণে দমকল বাহিনী সময়মতো পানি উত্তোলণ করতে না পারায় মন্দির সম্মুখের দোকানগুলো মূহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে।
মঠবাড়িয়া পৌরসভার প্রশাসক আরিফ উল হক জানান, অগ্নিকান্ডের খবর শুনে সাথে সাথে আমি ঘটনাস্থলে যাই। কিন্তু লেপপট্টি পুকুর থেকে পানি উত্তোলণের স্থানটিতে অবৈধভাবে ঘর উত্তোলন করায় দমকল বাহিনীর পানি সরবরাহে বিঘ্ন ঘটে। তিনি আরো জানান, ক্ষতিগ্রস্থ ব্যবসায়িদের পৌরসভা থেকে ৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেয়া হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত