
শাকিল আহমেদ, মঠবাড়িয়া : পিরোজপুরের মঠবাড়িয়া পৌরশহরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবায়িদের মাঝে পৌরসভা থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার দুপুরে পৌরসভার হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পৌরসভার প্রশাসক মোঃ আরিফ-উল-হক, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ ও বণিক সমিতির সভাপতি মোঃ শামসুল আহসান খোকা প্রমুখ। পরে প্রশাসক আরিফ উল হক ২৬ জন ক্ষতিগ্রস্থ ব্যবসায়িদের হাতে নগদ অর্থ তুলে দেন।
প্রশাসক আরিফ উল হক জানান, বেশি ক্ষতিগ্রস্থ দুই ব্যবসায়িকে দশ হাজার করে এবং বাকিদের পাঁচ হাজার টাকা করে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি মঠবাড়িয়া সদর রোডের কেন্দ্রীয় হরিসভা মন্দির সম্মুখ খোলা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকান্ডে জুতা, কসমেটিক্সসহ ২৬ দোকান পুড়ে ছাই হয়ে যায়।

