শাকিল আহমেদ, মঠবাড়িয়া : পিরোজপুরের মঠবাড়িয়ায় অজ্ঞাত রোগে আক্রান্ত মোজাম্মেল মাতুব্বর নামে এক অটোচালক অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না। অসুস্থ্য মোজাম্মেল মাতুব্বর ঘরের বিছানাতেই দিন কাটাচ্ছেন। দুই সন্তানের জনক মোজাম্মেল সাপজেলা ইউনিয়নের চড়কগাছিয়া গ্রামের সোবহান মাতুব্বরের পুত্র। জানাগেছে, দুই বছর আগে সড়ক দুর্ঘটনায় মোজ্জামেলের ডান পা ভেঙ্গে যায়। এর কিছুদিন পরে মোজাম্মেলের পেটে টিউমার অপারেশন হয়। টিউমার অপারেশনের পর থেকে মোজ্জামেল বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েন। বর্তমানে তিনি অজ্ঞাত রোগে অক্রান্ত হয়ে শয্যাশায়ী। দরিদ্র পরিবারটি গত দুই বছর ধরে ঢাকা, খুলনাসহ বিভিন্ন স্থানে মোজাম্মেলের চিকিসার জন্য প্রায় ১৫ লাখ টাকা খরচ করে বর্তমানে নিঃস্ব হয়ে গেছে। মোজাম্মেলের স্ত্রী সুরমা বেগম জানান, তার স্বামীর চিকিৎসার পিছনে প্রায় ১৫ লাখ টাকা খরচ হয়ে গেছে। বর্তমানে সংসারে কোন উপার্জনক্ষম লোক না থাকায় দু’টি সন্তান নিয়ে অর্ধাহারে অনাহারে মানবেতর জীবন যাপন করছেন। মোজ্জামেলের বৃদ্ধ পিতা সোবহান মাতুব্বর জানান, প্রতি মাসে ছেলের প্রায় ২০ হাজার টাকার ওষুধ লাগে। এতদিন গ্রামের লোকজন সাহায্য সহযোগিতা করেছে। বর্তমানে খুব সমস্যার মধ্যে দিন পার করছি। তিনি সমাজের বিত্তবানদের কাছে তার ছেলের চিকিৎসার জন্য এগিয়ে আসার অনুরোধ জানান। (মোজাম্মেলের পরিবারের বিকাশ নম্বরঃ ০১৩২৭-০২৫২৮২)।