শাকিল আহমেদ, মঠবাড়িয়া (পিরোজপুর) : পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুর রহমান ও বায়েজিদ আহমেদ খানকে হুকুমের আসামি করে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের ১০২ জন নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে মঠবাড়িয়া থানায় মামলাটি দায়ের করেছেন গুলিসাখালী ইউনিয়ন বিএনপি নেতা মোঃ হারুন অর রশিদ হাওলাদার। মামলার এজাহারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, সহ-সভাপতি মোঃ আরিফ উল হক, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাকিল আহমেদ নওরোজ, সাবেক ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, সাপলেজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম, গুলিসাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনোর নামও রয়েছে।
মামলা সূত্রে জানাগেছে, ২০২৩ সালের ২রা ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্র ঘোষিত গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল তৈল, আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার, ডিজেল সহ কৃষি উপকরণ লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং ফ্যাসিস সরকারের পদত্যাগ ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবীতে ১০নং হলতা গুলিসাখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন পদ যাত্রার অংশ হিসেবে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মী গুলিসাখালী ইউনিয়নের পদ যাত্রার আয়োজন করেন। এসময় মঠবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুর রহমান ও বায়েজিদ আহমেদ খানের হুকুমে আওয়ামী সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র, হাতবোমা, ককটেল রামদা, চাইনিজ কুড়াল, জি,আই,পাইপসহ মারাত্মক মরনাস্ত্র নিয়া হামলা করে। এছাড়াও ককটেল ও হাতবোমা বিস্ফোরন ঘটায় এবং বিএনপি’র নেতাকর্মীদের কুপিয়ে গুরুতর জখম করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন আকন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত