মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৪০ পিচ ইয়াবা সহ আবদুল্লাহ জমাদ্দার (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত আবদুল্লাহ পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের বোথলা গ্রামের জহিরুল ইসলাম কাজল জমাদ্দারের ছেলে।
ডিবি সূত্রে জানাগেছে, মঙ্গলবার রাতে মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা বাজারের ইউনিয়ন পরিষদের সামনে নতুন স্টল ভবনের নিচ তলায় মাদক ক্রয়-বিক্রয় চলছিল। এমন সংবাদের ভিত্তিতে ডিবি দক্ষিণের একটি দল অভিযান চালিয়ে আবদুল্লাহ জমাদ্দারকে ৪০ পিচ ইয়াবাসহ আটক করে।
ডিবি দক্ষিণের ওসি মোঃ আসলাম উদ্দিন জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়িরা দৌঁড়ে পালিয়ে যাওয়ার সময় আবদুল্লাহ নামের একজনকে আটক করা হয়। পরে আব্দুল্লাহর শরীর তল্লাশি করে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, এ ঘটনায় ডিবি দক্ষিণের এসআই জ্যোতির্ময় হালদার বাদি হয়ে মঙ্গলবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আবদুল্লাহকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত