মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় আশিষ কুমার হালদার নামে এক কাতার প্রবাসীর নামে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ওই প্রবাসীর স্ত্রী নুপুর রানী হালদার। শনিবার দুপুরে শহরের টিএন্ডটি রোডস্থ শুকতারা ভবনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নুপুর রানী বলেন, তার স্বামী ৯ বছর ধরে কাতারে ব্যবসা করে আসছেন। একপর্যায়ে আশিষের ব্যবসার পরিধি বৃদ্ধি পাওয়ায় আশিষের স্বজনরা বিদেশে যাবার প্রস্তাব দেয়। পরে সে আত্মীয়-স্বজনদের মধ্যে ৩০ জন লোককে কাতারে নেন। আশিষের মাধ্যমে কাতারে যাওয়া লোকজন তাদের আত্মীয় হওয়ার সুবাদে ৮ লাখ টাকার মৌখিক চুক্তি থাকলেও ৪-৫ লাখ টাকা পরিশোধ করে কাতারে যান এবং বাকি টাকা কাতারে গিয়ে দিবে বলে জানান। কিন্তু ওই ৩০ জনের মধ্য থেকে ১৩ জন লোক কাতারে গিয়ে কোন প্রকার ধৈর্য্য না ধরে দেশে চলে আসে এবং আমার স্বামী ও আমার বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ তুলে মানববন্ধন করেন। সংবাদ সম্মেলনে আশিষের মাধ্যমে কাতারে যাওয়া উপজেলার দক্ষিণ সোনাখালী গ্রামের রিপন কুমারের স্ত্রী প্রভাতী রানী, সঞ্জয় কর্মকারের স্ত্রী কেয়া রানী কর্মকার ও মৃত পুলিন চন্দ্র মিস্ত্রীর পুত্র দুলাল চন্দ্র মিস্ত্রী উপস্থিত ছিলেন।